শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৬ সেপ্টেম্বর ২০২৩ ইং দৈনিক ইনকিলাব প্রত্রিকায় “বিল বিতরণী থেকে কোটিপতি সখিপুর বিদ্যুৎ আফিসের ঠিকাদার অন্তরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীর্তির পাহাড়” শিরোনামের সংবাদ বিবরণে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য উপাত্ত সংকলন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ করার মাধ্যমে কোন অসাধু ব্যক্তি/ব্যক্তিদের প্রতিশোধ পরায়ণ স্বার্থ হাসিলের লক্ষ্যে সখিপুর পিডিবি’র নির্বাহী প্রকৌশলী ও তার স্থানীয় উর্ধ্বতন কর্তৃপক্ষ (তত্ত্বাবধায়ক ও প্রধান প্রকৌশলী) কর্তৃক পরিচালিত বৈধ কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। ঠিকাদারী কাজ পাইয়ে দেওয়া অথবা কর্মকর্তা/কর্মচারীদের বদলী বানিজ্যসহ অন্যান্য অনিয়মের সাথে নির্বাহী প্রকৌশলী ও তার স্থানীয় কর্তৃপক্ষ জড়িত নয়, বিধি মোতাবেক বিউবোর কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঠিকাদার জনাব অন্তর আহমেদ এর ব্যক্তিগত পরিচয় ও তার নিজিস্ব কর্মকান্ড বিষয়ে সংবাদে প্রকাশিত তথ্যাদি সঠিক কিনা এ বিষয়ে পিডিবি’র কোন আগ্রহ নেই। জনাব অন্তর আহমেদ তার প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী কাজের বাইরে তার অন্যকোন কাজের সাথে সখিপুর পিডিবি’র নির্বাহী প্রকৌশলী ও তার স্থানীয় কর্তৃপক্ষ জড়িত নন। বর্নিত অসত্য সংবাদ প্রকাশিত হওয়ার পর জড়িত সংবাদকর্মী আতœ উপলদ্ধিবোধ থেকে স্বপ্রনোধিত হয়ে গত ১২/০৯/২০২৩ইং তারিখে নিজের পক্ষপাত দুষ্ট আচারনের জন্য নির্বাহী প্রকৌশলীর দাপ্তরিক মুঠোফোনে অসত্য সংবাদ পরিবেশনের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে পিডিবি সম্পর্কে অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেছেন। এমতাবস্থায় পিডিবি সংশ্লিষ্ট মিথ্যা ও বানোয়াট তথ্য-উপাত্ত সম্বলিত আলোচ্য সংবাদ শিরোনামে পরিবেশিত গর্হিত সংবাদের প্রতিবাদসহ সংবাদ পরিবেশনে পক্ষপাত দুষ্ট অপেশাদার আচরনের জন্য জড়িত সংবাদকর্মীকে নিন্দা জানানো হলো।

মোঃ  আবুবকর তালুকদার

নির্বাহী প্রকৌশলী

বিক্রয় ও বিতরণ বিভাগ,সখিপুর,টাঙ্গাইল।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme