মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

সখিপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুরে  যথাযোগ্য মর্যাদায় পালিত  হলো  আন্তর্জাতিক আদিবাসী  দিবস। সখিপুর ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে এ দিবস পালিত হয়। ৯ আগস্ট (বুধবার)  সকাল হতে  দিনব্যাপী সমাবেশ, আনন্দ শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় সখিপুর উপজেলা কেন্দ্রীয় মন্দির হতে আনন্দ শোভা যাত্রা শুরু হয়ে তা উপজেলা চত্বর হয়ে উপজেলা রোড প্রদক্ষিণ করে সখিপুর মোখতার ফোয়ারা চত্তর  পেরিয়ে  সখিপুর থানা ভবন প্রদক্ষিণ করে এবং পরে তা আবার কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের  মাধ্যমে দিনের অন্যান্য কার্যক্রম শুরু হয়।  সখিপুর  উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান বাবু আশীষ কুমার বর্মন এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বাবু শ্যামল কুমার বর্মন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে আগত অতিথিদের বিশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাবু বিশ্বজিৎ কুমার কোচ, জেনারেল সেক্রেটারি  ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, সখিপুর উপজেলা শাখা।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme