শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

সখিপুরে ৫ নং হাতিবান্ধা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সকলের চেয়ে শিক্ষিত ইঞ্জিঃ রফিক সিকদার

  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার্স;

টাঙ্গাইলের সখিপুরের ৪টি ইউনিয়নে আগামী ১৭জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫ নং হাতিবান্ধা ইউপি নির্বাচনে অন্যান্য প্রার্থী রনি আহমেদ (নৌকা), বিধু ভুষন সরকার (গামছা), হুমায়ূন আহমেদ (আনারস), শাহজাহান খান রবিন (মোটর সাইকেল) এই ৪জনের তুলনায় উচ্চ শিক্ষিত ও মার্জিত ইঞ্জিঃ রফিক সিকদার। তিনি তক্তারচালা এলাকার মরহুম আজিজুল সিকদারের সুযোগ্য নাতী এবং তক্তারচালা নতুন বাজার রংধনু ক্লাবের সভাপতি। ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার রফিক সিকদার জানান তিনি  সখিপুরের ঐতিহ্যবাহী সুর্যতরুন শিক্ষাঙ্গন হতে ২০০৩ সালে এসএসসি, ২০০৬ সালে ঢাকা তেজগাঁ কলেজ হতেএইচ.এসসি এবং ঢকা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি থেকে ২০১১সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাশ করেন। এর পর ঢাকায় বেসরকারী একটি গ্রুপ অফ কোম্পানীতে চাকুরী করছিলেন। গ্রামীণ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে গত ৩ বছর যাবত তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ,মসজিদ মন্দির,গরীব ছেলে-মেয়েদের বিবাহসহ অনেক সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, এবং এলাকার  সকল শ্রেণির জনসাধারণের সাথে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন । তিনি আগামী ১৭জুলাই  ৫নং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ থেকে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  রংধনু ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন,সহ-সভাপতি আলহাজ সিকদার,সাংগঠনিক সম্পাদক নাছির আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme