মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

সখিপুরে আঃলীগের ত্যাগী নেতা আজহারুল ইসলাম নৌকার মনোনয়ন না পেয়ে- এমপি ভিপি জোয়াহেরকে দুসলেন-

  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

সখিপুরে আঃলীগের ত্যাগী নেতা আজহারুল ইসলাম নৌকার মনোনয়ন না পেয়ে- এমপি  ভিপি জোয়াহেরকে দুসলেন-

স্টাফ রিপোটারস

টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১০নং বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আ.লীগের তিনবারের সহ-সভাপতি আজহারুল ইসলাম দলীয় মনোনয়ন না পেয়ে এর প্রতিবাদে শনিবার বিকালে কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয়ে এক বিশাল প্রতিবাদ,মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আক্তারুজ্জামান মন্ডলের সভাপতিত্বে এলাকার গন্যমান্য,সাধারন ভোটার ও বিএনপি,জাতীয় পার্টি,কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্বতন্ত্র প্রাথী মো.আজহারুল ইসলাম মিছিল শেষে কুতুবপুর বনিক সমিতি অফিসের সামনে বক্তব্যে স্থানীয় এমপি জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর কঠোর সমালোচনা করে বলেন,ভিপি জোয়াহের নৌকার মনোনীত প্রার্থী ইউসুফ ভূইয়ার বিয়াই,বিয়াইকে যৌতুক হিসাবে নৌকা দিয়েছেন। অথচ তিনি জীবনেও নৌকায় ভোট দেননি।

প্রসঙ্গত উল্লেখ্য যে,আগামী ১৭ জুলাই টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme