শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

সখিপুরে গবাদিপশু চুরিরোধে থানা চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

 

স্টাফরিপোটার

রবিবার (২৮মে) সখিপুর থানা চত্বরে সখিপুরের সকল খামারী ও জনপ্রতিনিধিদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন সখিপুর থানার এসআই সুকান্ত, এস আই মজিবর, এসআই মোহাম্মদ, এসআই সালাম, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিগণ। এ আলোচনা সভায় অফিসার ইনচার্জ রেজাউল করিম তার বক্তব্যে বলেন, প্রতি বছর কোরবানি ঈদকে সামনে রেখে দেশব্যাপী গবাদি পশু চুরির ঘটনা বেড়ে যায়। বিষয়টি মাথায় রেখেই সখিপুর উপজেলার সকল খামারী ও জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কীভাবে চুরি রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গবাদি পশু চুরির ঘটনা অনেক উদ্বেগের। এটি রোধকল্পে আমার থানা পুলিশ সর্বপ্রকার আইনি সহায়তা দিবে।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme