শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

সখিপুরে প্রতিবেশীর বেড়া গুড়িয়ে দিল আরেক প্রতিবেশী

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার সখিপুর পৌরসভা ৭নংওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আলী (শিক্ষক)পরিবারের টিনের বেড়া গুড়িয়ে দিয়েছে প্রতিবেশী দুলাল ভেন্ডারের ছেলেসহ তার পরিবারের লোকজন। শনিবার (৬মে)সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলীর সীমানা প্রাচীরের জন্য টিনের বেড়া প্রতিবেশী দুলাল ভেন্ডারের ছেলে ফিরোজ (৩৫) আনুমানিক সকাল ১০টার দিকে তার অনুসারীদের নিয়ে ভেঙে ফেলে। হঠাৎ বেড়া ভাঙ্গার শব্দ পেয়ে মোহাম্মদ আলী ও তার গৃহিণী স্কুলশিক্ষিকা এসে কেন ভাঙ্গা হচ্ছে তাদের সীমানা প্রাচীর, জানতে চাইলে শিক্ষক দম্পতি র অসহায়ত্ব নিয়ে তাদের মারতে উদ্ধত হয় দুলাল ভেন্ডার ছেলে ফিরোজ। মোহাম্মদ আলীর একছেলে ক্যাডেট কলেজে আরেক ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছে।প্রতিবেদককে জানিয়েছে, শিক্ষক দম্পতির ছেলেরা নিয়মিত বাসায় না থাকায় প্রায় সময়ই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দেয়। ভুক্তভোগী স্কুল শিক্ষক জানায়,ঘটনার সময় প্রতিবেশী ফিরোজ ও তার পরিবারের লোকজন দা,বটি,শাবল নিয়ে বেড়া ভেঙে ফেলছিল।আমি তাদের হাতে ধারালো অস্ত্র দেখে ভয় পেয়ে আমার গৃহিণীকে নিয়ে গেটের ভিতরে চলে যাই।আমার এতটুকু অসহায়ত্বের পরও ফিরোজ ও তার লোকজন গেট ভেঙে আমাকে বের করা চেষ্টা করে। তিনি আরও জানান, পরিবারের লোকজন আগেও কয়েকবার আমার পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করলে বিষয়টি সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন ও সাবেক পৌর চেয়ারম্যান সানোয়ার হোসেনকে অবহিত করেছি। মাতব্বরগণ আসলে কিছু দিন ভালো পরিবেশ থাকে।গত শনিবারের ঘটনায় আমি ঐ পরিবারের লোকজনের উচ্বশৃংঙ্খল আচরণে অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছি।ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদকের সাথে কথা হলে ফিরোজ জানান,আমার আত্মাীয় জমি মোহাম্মদ আলীর বাসার পিছনে হওয়ায় সরু গলি দিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। এবিষয়ে কয়েক দফায় মোহাম্মদ আলীর সাথে বৈঠক করে সমাধানের চেষ্টা করা হলে, তিনি রাজি না হওয়ায় আমি বেড়া ভেঙে ফেলছি। এবিষয়ে স্থানীয় কাউন্সিলর আ.বাছেদ শিকদার বিষয়টি জেনে সরেজমিনে এসে শালিশী বৈঠকের মাধ্যমে

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme