বার্তা সম্পাদক;
টাংগাইলের সখিপুরেও নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এসো হে বৈশাখ এসো এসো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর এই গীতিকাব্য আজ সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের বাঙালীদের মুখে মুখে মুখরিত চারদিক। প্রকৃতির মাঝে দেখা দিয়েছে নতুন বছরের বিশেষ আগমনী বার্তা। প্রকৃতি যেমন সেজেছে অপরুপ সাজে তেমনি বাঙালিও সেজেছে আজ বাহারি সাজে।মেয়েরা সেজেছে সাদা শাড়ি লাল পাইর আর ছেলেরা সেজেছ ধুতি আর পাঞ্জাবিতে। স্কুল, কলেজ,ক্লাব, সংগঠনগুলো পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ আনন্দ শোভা যাত্রা মাধ্যমে দিবসটিকে বরণ করে। পান্তা ভাত আর ইলিশ ভাজির বিশেষ খাবারের আয়োজন যেন মনে করিয়ে দেয় একদিন বাঙালী ছিলামরে।
টাঙ্গালের সখিপুরে সারাদেশের মতো পহেলা বৈশাখের আয়োজন চোখে পড়ার মতো। সখিপুর উপজেলার প্রতিটি স্কুল, কলেজ চলছে পহেলা বৈশাখের বিশেষ আয়োজন। সখিপুর প্রশাসনের আয়োজনে প্রথমে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন সখিপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল,মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার,সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ঝিল্লুর রহমান আনম সখিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউয়ুম হোসাইনসহ অনান্য সরকারী কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এদিকে মহান মুক্তিযোদ্ধের চারণভূমি খ্যাত মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়েও জাতীয় সঙ্গীতে, এসো হে বৈশাখ এসো এসো, গানটি গাওয়া এবং বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে বাঙ্গালী জাতীর এ আনন্দ পহেলা বৈশাখ পালন করা হয়।
Leave a Reply