নিজস্ব প্রতিবেদক;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের আওতায় কাকড়াজান বিটের ছোটচওনা ঘাটপাড় এলাকায় থেকে গজারি( বল্লী)সহ একটি ট্রাক আটক করা হয়েছে। রবিবার ( ২৬ মার্চ) আনুমানিক ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তার আমিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বড়চওনা টু কালিহাতি রাস্তার ভূয়াইদ ঘাটপাড় এলাকা থেকে গজারি বল্লী সহ ঢাকা মেট্রো-১৫-৪২১৭ ট্রাক জব্দ করা হয়।
এসময় অভিযান চলাকালে চোরচক্রের কাউকে পাওয়া যায়নি। বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তা জানান,ধারণা করা হচ্ছে চোরচক্র আমাদের উপস্থিতি টের পেয়ে গজারি বল্লী সহ ট্রাক ফেলে পালিয়েছে। তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করে কাঠসহ বহেড়াতলী রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এবিষয়ে বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তা আমিনুল রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনুমানিক লক্ষাধিক টাকার গজারি বল্লীসহ ট্রাকটি আটক করতে সক্ষম হই। এ চক্রের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Leave a Reply