নিজস্ব প্রতিবেদক;
টাঙ্গাইলের সখিপুরে “ মোন্তাজ নগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। ১৪ মার্চ (মঙ্গলবার) বিকেলে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম। বরেন্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখিপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ঝিল্লুর রহমান আনম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল আমিন, অত্র মোন্তাজ নগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন,স্কাউটস্ সেক্রেটারী ও গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান ভুইয়া,বাঘেরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোয়াইব হোসেন, ইন্দারজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান লতিফ বিএসসি, অত্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত শিক্ষকগন,এলাকার অভিভাবকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম বলেন,আপনাদের এলাকায় বাল্য বিবাহ রোধ করতে হবে। তিনি আরো বলেন,মানুষকে জন্ম নিয়ে আবার মানুষ হতে হয়। অন্য কোন প্রাণীর কিন্তু তা হতে হয় না। এই মানুষ হতে পারলেই কিন্তু আপনাদের লাভ, দেশের লাভ, কাজেই আপনাদের সন্তানদের মানুষের মত মানুষ হিসেবে বা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন,আপনারা আপনাদের অল্পবয়সি সন্তদানদের বেশি ভালবেসে মোটরভাইক বা মোবাইল কিনে দিবেন না।
Leave a Reply