নিজস্ব প্রতিবেদক;
টাঙ্গাইলের সখিপুরে “ সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ” এর ২৯তম সাধারণ সভা(এজিএম) অনিুষ্ঠিত হয়। ১১ মার্চ (শনিবার) সকাল ১১টায় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ সভা অুনষ্টিত হয়। এতে সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সখিপুর-বাসাইলের এম.পি.বীরমুক্তিযোদ্ধা এড জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সা’দত কলেজের প্রিন্সিপাল মোঃ আলীম মাহমুদ, সখিপুর পিএম পাইলট সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মোঃ আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, বণিক সমিতির প্রায় ২ হাজার সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ
Leave a Reply