শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

সপুরে ষড়যন্ত্রমূলক সমন্বয়হীন কমিটি ঘোষনার প্রতিবাদে উপজেলা আ.লীগের সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার্স

টাঙ্গাইলের সখিপুর উপজেলা আ.লীগের কমিটি ঘোষনা করার পর থেকেই উপজেলা আ.লীগ সভাপতি শওকত সিকদার ও সাধারন সম্পাদক সাবেক এমপি অনুপম শাহজাহান জয় এর নেতৃত্বে বর্তমান কমিটিকে বর্তমান এমপি জেলা আ.লীগ সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর পারিবারিক পকেট কমিটি,সমন্বয়হীন কমিটি আখ্যায়িত করে বিক্ষোভ মিছিল,টায়ার জালিয়ে সড়কে প্রতিবন্ধকতা, সমাবেশ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা রবিবার রাত থেকেই অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকালে সখিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা আ.লীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আ.লীগ সভাপতি শওকত সিকদার উল্লেখ করেন, ২০২১ সালের ১৯ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে উপজেলা আ.লীগের সভাপতি নির্বাচিত হন আলহাজ¦ শওকত সিকদার ও সাধারন সম্পাদক নির্বাচিত হন সাবেক এমপি অনুপম শাহজাহান জয়। পরবর্তীতে বিগত ২০২২ সালের ০২ নবেম্বর সকলের সমন্বয়ে একটি খসড়া কমিটি গঠন করা হয়, সেই কমিটির ২৩জনের নাম বাদ দিয়ে এবং ৪০জনের পদ পরিবর্তন করে বর্তমান এমপি পকেট কমিটি গঠন করেছেন। বিধি মোতাবেক কমিটি সভাপতি/সম্পাদকের নিকট হস্তান্তরের কথা থাকলেও ফেইস বুকে প্রকাশ করা হয়েছে। ১৯৯৯সালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে এমপি’র ভাই আতিকুর রহমান আতোয়ার চলে গেলেও তাকে উপজেলা আ.লীগের ১নং সহ-সভাপতি করা হয়েছে এবং ত্যাগী,পরিক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে বিগত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, হাইব্রিড,অযোগ্য,মাদক কারবারি,নারী কেলেংকারিতে জড়িত তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।তাঁর পরিবারের ১০এর অধিক সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। তাই আমরা এহেন অযোগ্য অথর্ব ও পকেট কমিটিকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করছি এবং কমিটি প্রতিহত করার লক্ষে গৃহীত কর্মসূচী কৃষিমন্ত্রী আ.লীগ প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাক এমপি,কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সাময়িক স্থগিত করে আগামী ০৫ ফেবব্রæয়ারী-২০২৩ তারিখে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচীসহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে, যেকোন মূল্যে এ কমিটি প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, ভাইস চেয়ারম্যান কাজী শফিউল ইসলাম কাজী বাদল, অধক্ষ সাঈদ আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহীদুল ইসলাম. ডিএম শরিফুল ইসলাম শফি, আতিকুর রহমান বুলবুল, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন,কামরুল হাসান,খলিলুর রহমান প্রমুখ। উল্লেখ্য,সোমবার (৩০জানুয়ারি) বিকাল তিনটায় উপজেলা আ.লীগ সভাপতি,সম্পাদক সমর্থক এবং বর্তমান এমপি ভিপি জোয়াহের সমর্থকরা ঐতিহ্যবাহি তালতলাচত্বরে একই সময়ে সমাবেশ ডাকায় সমাবেশস্থলসহ পৌর সদরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পরে এক পক্ষ উপজেলা ডাকবাংলো চত্বরে এবং আরেকপক্ষ পৌর চত্বরে সমাবশে ও বিক্ষোভ মি

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme