শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

সখিপুরে পৈতৃক সম্পত্তি দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন শ্রমিকলীগ সভাপতি

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভাইভাই সিনেমা হলের পূর্ব-উত্তর পাশে সখিপুর মৌজার ২৭৪ নং এসএ খতিয়ান এবং ১০১২ দাগে পৈতৃক সম্পত্তি দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি বাচ্ছু সিকদার। শনিবার (২১ জানুয়ারি) সকালে সখিপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে বাচ্ছু সিকদার সাংবাদিকদের জানান, রেহাতুল্লা সিকদারের ওয়ারিশ হওয়ায় কওলা সূত্রে আমরা ১৮৪ শতাংশ জমির মালিক হই। ওই জমিতে আমরা প্রায় ৩০-৩৫ বছর যাবৎ ভোগদখল ও বসবাস করিতেছি। আমরা আদালত অবমাননা করি নাই। ওই জমির সকল ঘরই পুরাতন। আমি,আমার ভাইয়েরা এবং আমার দুই ছেলে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি জবরদলের সঙ্গে জড়িত নই। আমার দুই সন্তানও কোন নেশা,মাদক ও কিশোর গ্যাংয়ের সথে জড়িত নয়। উল্লেখিত জমি আমার পৈতৃক সম্পত্তি। কিছু অসাধু ব্যক্তি আমাকে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য পায়তারা করছে।

সংবাদ সম্মেলনে এ সময়, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ,পৈতৃক সম্পত্তি দাবি কারি বাচ্ছু সিকদার,দেলোয়ার সিকদার, মোজাম্মেল সিকদার,মোস্তফা সিকদার ও গোলাম সিকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, একই মৌজার ওই দাগ ও খতিয়ানে ১১শতাংশ জমি ক্রয়কৃত দাবি করে গত ১৯ জানুয়ারি সখিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কবিতা আক্তার নামে এক নারী। তিনি জানান আদালত অবমাননা করে তার জমি বেদখল করেছে ভূমি দস্যুরা।

 

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme