শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

সখিপুরে মেধা ভিত্তিক ছাত্র সংসদের আত্ম প্রকাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

 

বার্তা সম্পাদক

টাঙ্গাইলের সখিপুর উপজেলার সখিপুর পিএম পাইলট  মডেল গভঃ স্কুল এন্ড কলেজে মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে  “মেধা ভিত্তিক ছাত্র সংসদের” আত্ম প্রকাশ করা হয়েছে। (১২জানুয়ারী বৃহস্পতিবার) সখিপুরের একমাত্র সরকারী বিদ্যাপিঠ সখিপুর পিএম পাইলট  মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব কেবিএম খলিলুর রহমান তালুকদার আজ সকালে সমাবেশ ক্লাশে এই ঘোষনা দেন। এতে ভিপি হিসেবে  দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ সাফিউল মাহিন রুপমকে এবং ১০ম শেণির ছাত্রী উম্মে কুলসুম মোহনাকে জি.এস সহ ১৫ সদস্য বিশিষ্ট ছাত্র সংসদের ঘোষনা দেন। এসময়  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষসহ সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। পরে তারা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  অধ্যক্ষ  জনাব কেবিএম খলিলুর রহমান- তার বক্তব্যে বলেন- এ প্রতিষ্ঠানটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়ে  এ বছর ৭৫ বছরে প্রদার্পন করছে। এ বছর এস.এস.সি পরীক্ষায় ৯৯জন শিক্ষার্থী এ+ পেয়েছে এবং জেলায় ৮জন বৃত্তি পেলেও ৩জন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ বিদ্যালয়ের এমন “মেধা ভিত্তিক ছাত্র সংসদের কারণে শিক্ষার মান বাড়বে এবং বাল্যবিবাহ,মাদকসহ নিন্দনীয় কাজগুলো পরিহার করে শিক্ষার্থীদের মধ্যে আমুল পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme