শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

সখিপুরে বৈদ্যুতিক শর্টশার্কিটের আগুনে ভস্মীভ একমাত্র থাকার ঘর : ক্ষতির পরিমাণ- ৫লাখ

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

সখিপুর; প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ঋষিপাড়া,ওরফে মনিদাস পাড়ায় বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লেগে ফুলচাঁনের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ফুলচাঁন ওই এলাকার মৃত নরেশের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে। এলাকাবাসী জানায়,সখিপুর উপজেলার হাতীবান্ধা গ্রাম একেবারেই অজপাড়াগাঁ। চলাচলের কোন সড়ক নাই এবং বর্ষাকালে নৌকাযোগে চলাচল করতে হয়। যেখানে মানুষ চলাচল করাই দুষ্কর সেখানে ফায়ার সার্ভিস আসার প্রশ্নই উঠে না। রাতে বিদ্যুতের তার থেকে আগুন লাগার মুহুর্তেই ঘরের ভিতর আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান থেকে বসতঘরে থাকা মানুষ জন বেচে গেলেও ঘরের ভিতর থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সরানো সম্ভব হয়নি । এতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে নগদ এক লাখ পাঁচ হাজার টাকা,দুইভরি স্বর্ন, ৫ভরি রুপা, ফ্রিজ,টিভি,দুইটি খাট,লেপ-তোষক,গৃহস্থালি জিনিষপত্রসহ প্রায় ৫লাখ টাকার মালামাল। ক্ষতিগ্রস্থ ফুলচাঁন কান্না জড়িত কন্ঠে বলেন, লুঙ্গি আর গেঞ্জি গাঁয়ে ঘর থেকে বের হতে পেরেছি। সব পুড়ে ছাই হয়ে গেছে। পাড়া প্রতিবেশিরা তাদের তিনজনের খাবার দিচ্ছে । নিঃস্ব ফুলচান সমাজের বীত্তবানদের কাছে সাহায্য কামনা করছেন।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme