সখিপুর প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে আমির হামজা নামক এক মাদক সেবি। ঘটনায় প্রকাশ সখিপুর উপজেলার কালিয়ান পশ্চিম ঘোনার চালা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমির হামজা (২৫) মাদকাসক্ত । সে প্রতিদিন মায়ের কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করে। আজ সকাল ৮০০টার দিকে তার মায়ের নিকট টাকা চাইলে তার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। যার ফলে আমির হামজা অভিমান করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। বেলা ১১.০০ ঘটিকার দিকে অনেক ডাকাডাকি সত্ত্বেও সাড়াা না পেয়ে দরজা ভেঙে দেখা যায় যে, সে ঘরের ভিতরে ধন্যায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশে সংবাদ দিলে সখিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সখিপুর থানার এসআই মজিবর রহমান বলেন-ঘটনায় অপমৃত্যুর মামলা রুজুু করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মের্গে পাঠানো হয়েছে।
Leave a Reply