শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

সখিপুরে থানার চৌকস টিমের নিরন্তন প্রচেষ্টায় অপহৃত শিশু উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

সখিপুর,প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুরে লোমহর্ষক ও চাঞ্চল্যকর শিশু ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় পাষন্ড চাচা ফেরদৌসকে গ্রেপ্তার ও নিষ্পাপ শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তক্তারচালা এলাকায় এ ঘটনা ঘটে । অপহৃত শিশু রিমা আক্তার(৫) তক্তার চালা প্রামের রাসেল খানের মেয়ে।

ওই অপহরণকারীকে গতকাল বুধবার সকালে পাকুয়াখালী কলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং একই দিন রাতে ওই অপহৃত শিশুকে সাভার হেমায়েতপুর থেকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রেজানা যায়, অপহরণকারী ফেরদৌস অপহৃত শিশু রিমার সৎ চাচা। সোমবার সকালে শিশু রিমা মুদির দোকানে যাওয়ার কথা বলে আর বাড়ি না ফেরায় রিমার বাবা রাসেল খান তাঁরই সৎ বড় ভাইকে মোবাইলফোনে কল দেন। অপহরণকারী বড়ভাই দুই লাখ টাকা মুক্তিপণ না দিলে মেয়ের লাশ পাবি বলে জানায়। ওই দিন সন্ধায় বড়ভাইয়ের বিরুদ্ধে রাসেল খান থানায় অপহরণের অভিযোগ করেন। থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরের দিন বুধবার সকালে অপহরণকারীকে পাকুয়াখালী কলাপাড়া এলাকা থেকে গ্রপ্তার করে এবং তার তথ্যমতে অপহৃত শিশুকেও সাভার হেমায়েতপুর থেকে উদ্ধার করে।

অপহৃত শিশু রিমার বাবা রাসেল খান বলেন, আমার বড় ভাই এমন খারাপ কাজ করতে পারবে আমি কখনো চিন্তা করতে পারি নাই। এই অপহরণকারী জঘণ্য। এমন মানুষের কঠিন শাস্তি চাই।

সখিপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, থানায় মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। অপহরণকারীরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল। এরপরও তথ্য প্রযুক্তির এবং সাভার থানার সহায়তায় মেয়েটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, আমার থানার চৌকস টিমের নিরন্তন প্রচেষ্টায় ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিষ্পাপ শিশুটিকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নিষ্ঠুর অপহরণকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme