শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

সখিপুরে ৩দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইল সখিপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলে নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে’র আওতায় ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখিপুর পৌর মেযর বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সাদ’ত কলেজের সাবেক অধ্যক্ষ ও চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিযন্তা বর্মন । এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ইসমত আরা খাতুন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মেলায় ২২টি স্টলে  বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা, ফল ফসল এবং কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এখান থেকে বিভিন্ন  প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা সংগ্রহ করা যাবে। এ মেলা চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme