সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি;
৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সকল ইউনয়িন জোন ও পৌর সভার ফুটবল প্রতিযোগিতা২২ অদ্য(৬ সেপ্টেম্বর মঙ্গলবার) বিকেল ৩.টায় ইউঃ পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কাকড়াজান ইউনিয়নের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে- ইন্দার জানী পাবঃ উচ্চ বিদ্য্যালয়,কালিয়া ইউনিয়নের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে- কচুয়া পাবঃ উচ্চ বিদ্যালয়,বড়চওনা ইউনিয়নের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে- নামদারপুর ফাজিল মাদ্রাসা,গজারিয়া ইউনিয়নের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে-গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি উচ্চ বিদ্য্যালয়, বহুরিয়া ইউনিয়নের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে-কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্য্যালয়, যাদবপুর ইউনিয়নের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে-বি,এল,এস চাষী উচ্চ বিদ্য্যালয়, হাতীবান্ধা ইউনিয়নের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে-তক্তারচালা দাখিল মাদরাসা এবং পৌরসভার চ্যাম্পিয়ন হয়েছে সুর্যতরুন শিক্ষাঙ্গণ। আগামী কাল হতেই উপজেলায় সকল ইউনয়িন চ্যাম্পিয়নদের খেলা অনুষ্টিত হবে। সকল ইউনিয়ন চেয়ারম্যানগণ এ খেলায় প্রত্যেক ইউঃ জোনের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সখিপুর পৌর মেয়র কাকড়াজান ইউঃ জোনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সখিপুর উপজেলা (মাধ্যমিক)শিক্ষা অফিসার মফিজুল ইসলাম সভাপতির দায়িত্ব পালন করেন গজারিয়া ইউনিয়ন জোনের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে। এ ছাড়া সকল বীরমুক্তিযোদ্ধা, সাবেক চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ক্রীড়ামোদী দর্শকগণ খেলার মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
Leave a Reply