সখিপুর(টাঙ্গাইল) প্রিতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় নিরবচ্ছিন্ন নয়, ২৪ ঘণ্টায় মাত্র ১৬ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়চওনা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বড়চওনা বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বাজারের ব্যবসায়ীসহ হাজারখানেক মানুষ অংশ নেন। বড়চওনা বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার ওরফে লাল মিয়া, সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ বণিক সমিতির সাবেক সভাপতি, মোঃ মিজানুর রহমান প্রমুখ। নুরুল ইসলাম তালুকদার তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা জানি জ্বালানিসংকটের কারণে সারা দেশে বিদ্যুতের ঘাটতি আছে। সেই অনুযায়ী বড়চওনা এলাকায় ২৪ ঘণ্টায় ৬ ঘণ্টা লোডশেডিং হওয়ার কথা। অথচ বিদ্যুৎ পাচ্ছি, মাত্র চার থেকে ছয় ঘণ্টা। স্থানীয় বিদ্যুৎ বিভাগের বণ্টন প্রক্রিয়ায় যথেষ্ট অনিয়ম আছে। বড়চওনাবাসী বিদ্যুতের ন্যায্য পাওনার দাবি জানাচ্ছে। সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সরকার বলেন, কৃষকেরা পানির অভাবে আমন ধান রোপণ করতে পারছেন না। এ সময় বিদ্যুৎ না থাকায় তাঁরা মেশিন দিয়েও জমিতে সেচ দিতে পারছেন না। নিরবচ্ছিন্ন নয়, তাঁরা মাত্র ১৬ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার দাবি করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে সড়ক অবরোধের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সখিপুরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মেহেদী হাসান ভূঞা বিদ্যুৎ বণ্টনে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, সারা দেশেই বিদ্যুতের ঘাটতি আছে। তাঁরা পুরো সখিপুরে বিদ্যুতের সমবণ্টন নিশ্চিত করতে চেষ্টা করছেন। বড়চওনায় প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে। মাত্র চার ঘণ্টা থাকে -অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
Leave a Reply