শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

সখিপুরে আনছারুল হক মাস্টারের স্বরণ সভা

  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

সখিপুর(টাঙ্গাইল)প্রিতিনিধি;

শিক্ষক, সমাজসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ আনছারুল হক মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হাসনগঞ্জ চকচকিয়া শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। হাসনগঞ্জ চকচকিয়া মদিনাতুল নূর নূরানিয়া ও হাফিজিয়া মাদরাসা এবং স্থানীয় এলাকাবাসীর এ স্মরণ সভার আয়োজন করে সভায় মাজহারুল হক খান বাবলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সাবেক চেয়ারম্যান এসএম শওকত আলী মাস্টার, সখিপুর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মরহুমের সন্তান জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.হালিম সরকার লাল,কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যু, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ সেলিম, ইদ্রিস সিকদার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, অধ্যক্ষ এমএ রউফ, কাকড়াজান ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. খালেক, বড়চওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া, বড়চওনা বাজার সমিতিরি সভাপতি নুরুল ইসলাম তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা প্রয়াত আনছারুল হক মাস্টারের বর্ণাঢ্য জীবনাল্লেখ্যের স্মৃতি চারণ করে বলেন। তিনি একজন আদর্শ শিক্ষক, সমাজ সেবক এবং শিক্ষানুরাগী ছিলেন। শিক্ষা প্রসারে তিনি এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন দানবীর এবং আলোকিত মানুষ হিসেবে এতদঞ্চলে সমধিক পরিচিত ছিলেন। তিনি বহুগুণের অধিকারী ছিলেন। শিক্ষা ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন। তিনি তাঁর মহৎ কর্মের মধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

 

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme