শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

সখিপুরে চোরাই গাছের নিচে পড়ে একজনের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুরে চোরাই কাঠ পাচার করার সময় অটোভ্যান উল্টে আলী হোসেন(৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার(০৮আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের শেষ সীমানা ছলংগা দক্ষিনপাড়া এলাকায়।এলাকাবাসী জানায়,আলী হোসেনের পিতা আব্দুস ছবুর অনেক পূর্বেই মৃত্যুবরণ করেছে। অতিকষ্টে সে দিনাতিপাত করতো। প্রায় ৭/৮ বছর যাবৎ ওই এলাকার কাঠ ব্যবসায়ী ইসমাইল,সিরাজের বৈধ-অবৈধ কাঠ অটোভ্যানে পরিবহন করতো আলী হোসেন। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় মিনহাজের বাড়ির পাশের বনবিভাগের লোকজনের সাথে আঁতাত করে চোরাই কাঠ কর্তন করার পর অটোভ্যানে করে আলী হোসেন কাঠগুলো ফুলবাড়িয়া নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে অটোভ্যান উল্টে গেলে ভ্যানের নিচে পড়ে যায় আলী হোসেন।

মৃত আলী হোসেনের ছেলে জাহাঙ্গীর জানায়,ইসমাইল বেপারীর কাঠ আমার পিতা দীর্ঘ ৮বছর যাবৎ অটোভ্যানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সোমবারও ইসমাইল বেপারীর কাঠ নিয়ে ফুলবাড়িয়া যাচ্ছিল। কোন প্রকার মামলা করেনি এবং লাশের ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার সকাল ১০টায় আমার পিতার লাশের দাফন সম্পন্ন হয়েছে। তবে বেপারী ইসমাইল গাছগুলো তার নয় বলে অস্বীকার করে।

 

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme