সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরের কাহারতা ধুমকেতু ক্রীড়াসংঘ মাঠে (৩০ জুলাই শনিবার) বিকেলে আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২২ এর উদ্বোধন হয়। এতে টুর্ণামেন্টের সভাপতি ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ শওকত সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আল-আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, গজারিয়া ইউপি চেয়ারম্যান এড্ আনোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম (কাজী বাদল) প্রেসক্লাব সভাপতি প্রফেসর ইকবাল গফুর,সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাত লতিফ,সখিপুর বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ ইয়ারুম তালুকদার, বিআর ডিবির চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য আব্দুর রাজ্জাক সখিপুর উপজেলার একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি গত মার্চের ৪ তারিখে সকল ক্রীড়ামোদীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তার এই অকাল মৃত্যুকে স্মরণ করার লক্ষেই সখিপুরের কাহারতাবাসী এ আয়োজন করেছেন।
উদ্বোধনী খেলায় টাঙ্গাইল এক্সপেস একাদশ,টাঙ্গাইল বনাম নারান্দিয়া ফুটবল একাদশ,কালিহাতীর মধ্যে খেলায় টাঙ্গাইল এক্সপেস একাদশ,টাঙ্গাইল ২-১ গোলে বিজয়ী হয়।
Leave a Reply