মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

সখিপুরে সাইফুল্লাহ বোস্তামী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

 সখিপুর(টাঙ্গাইল) প্রতনিধি; টাঙ্গাইলের সখিপুরে সাইফুল্লাহ বোস্তামী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ (১৪জুলাই) বিকেল ৫ টায় কাকড়াজান ইউনিয়নের গেইট মুক্তিযুদ্ধের চারণভুমি মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে। এতে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তি আলহাজ সামছুল হক এর সভাপতিত্বে ও মিজানুর রহমান লাবুর সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়। খেলাটি উদ্বোধন করেন সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন। খেলায় উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল,সখিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন,সখিপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও সুর্যতরুণ শিক্ষাঙ্গণের সাবেক প্রধান শিক্ষক এমও গনি, সখিপুর বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ তাহেরুল ইসলাম ইয়ারুম, উপজেলা ভাইস চেয়ারম্যান-সফিউল ইসলাম কাজী বাদল, মহানন্দপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি হাজী ওসমান গণি বোস্তামীর অসংখ্য ব›ন্ধু-গুণগ্রাহী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে যে দুটি দল-জিতাশ^রী ফুটবল একাদশ বনাম টাঙ্গাইল জুনিয়র ফুটবল একাদশ। খোলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা হওয়ার কারণে ট্রাইব্রেকারে জিতাশ^রী ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের ১১ জুলাই এই গুণি খেলোয়ার সাইফুল্লাহ বোস্তামী হৃদযন্ত্রেরক্রীয়া বন্ধ হয়ে মারা যায়। এতে সখিপুর ও টাঙ্গাইলের হাজার হাজার ক্রীড়ামুদি দর্শকদের কাঁদিয়ে বোস্তামী না ফেরার দেশে চলে যায়। তারই স্মৃতির প্রতি গভীর শ্রদবধা জানিয়ে মহানন্দপুর এলাকাবাসী ও সখিপুর স্পোটিং একাডেমির উদ্যোগে খেলাটি পনের দিন পূর্ব হতে শুরু হয়ে আজ সমাপ্তি হয়। খেলার পূর্বে পাঁকা রাস্তা থেকে বোস্তামীদের বাড়ী যাওয়ার রাস্তাটির নাম করণ “বোস্তামী সড়ক” রেখে উদ্বোধন করেন সখিপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme