মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

সখিপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

সখিপুর. প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছাদিঘী গ্রামের পাথার বাইদে এ প্রতিযোগিতা হয়।

আগের দিনই স্থানীয়দের বাড়ি ভরে যায় আত্মীয়-স্বজনে। শীত আর ঘনকুয়াশার মধ্যেও প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমান।

ইছাদিঘী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত  ১৬তম ঘোড়দৌড় প্রতিযোগীতা উদ্বোধন করেন সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার।

প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শিল্পপতি আলহাজ্ব এমএ ওয়াহেদ।

আলহাজ্ব এম এ হাকিমের  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ চান মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা,  বিআরডিবির চেয়ারম্যান কে বিএম রুহুল আমিন, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.  আনোয়ার হোসেন প্রমুখ।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪৮টি ঘোড়া ছয়টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । প্রতিযোগিতা দেখতে টাঙ্গাইলের সখিপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রায় ৫০ হাজার দর্শনার্থী সমবেত হয়। চাঁপাইনবাবগঞ্জের মেয়ে সোনিয়া আক্তার দর্শনার্থীদের মণ জয় করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme