বার্তা সম্পাদক,
টাঙ্গাইলের সখিপুরে গজারিয়া মাঠে (০৩ ডিসেম্বর শনিবার) বিকেলে বীরমুক্তিযোদ্ধা হায়দার মাস্টার স্মৃতি ফুটবল টুর্নান্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও (সখিপুর-বাসাইল টাঙ্গাইল-০৮)এর মাননীয় সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের ।।
এসময় মোঃ আব্দুল্লাহ মাতাব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন-সখিপুর পৌর সভার তিন বারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন- করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রিন্সিপাল আলীম মাহমুদ,অধ্যাপক নজরুল ইসলাম যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান (আতোয়ার),কাকড়াজান ইউপি.চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন,কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সখিপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন,বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন প্রিন্ট-ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকগণ। গজারিয়া গ্রাম বাসী ও যুব সমাজের উদ্যোগে খেলায় দুটি দল অংশ গ্রহণ করেন তারা হলেন-সখিপুর ক্রীড়া একাদশ এবং কালিদাস ক্রীড়া একাদশ। খেলায় কালিদাস একাদশ ৩-১ গোলে সখিপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
Leave a Reply