বার্তা সম্পাদক;
টাঙ্গাইল সখিপুরের আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) এর কার্যকরি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আশীষ কুমার বর্মণ চেয়ারম্যার এবং বিশ^জিৎ কুমার কোচ জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। (১১ নভেম্বর শুক্রবার) সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। সারা সখিপুরে আসিবাসীদের নিয়ে সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন(TWA) এর ভোটার সংখ্যা ৬৩৫জন। মোট ভোট কাস্টিং হয়েছে ৪০৯টি। বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান, সেক্রেটারী ও সকল সদস্য নির্বাচিত হন। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ নির্বাচনে প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন।ভোটের চিত্র প্রত্যক্ষ করার জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে সখিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, কাকড়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ বাবুল হোসেন ৫নং ওয়ার্ড সদস্য রুহুল আমীন, আশিক জাহাঙ্গীর, মোঃ দেলেয়ার হোসেন মাস্টারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply