সখিপুর সংবাদ দাতা
সখিপুর উপজেলার কাহারতা গ্রামের ৬৫ বছরের এক বৃদ্ধ মহিলা ফাসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। মহিলার নাম জবেদা বেগম স্বামী হাকিম উদ্দিন। মহিলার একমাত্র কন্যা সন্তান রয়েছে যে ঐ বাড়ীতেই জামাইসহ থাকে। আজ (৬ নভেম্বর রবিবার) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পরে সখিপুর থানায় সংবাদ দিলে সখিপুর থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসেন। সখিপুর থানার এস আই আঃ মতিন বলেন- লাশ থানায় আনা হয়েছে । থানায় অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছে।
Leave a Reply