সখিপুর প্রতিনিধি;
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে ধর্মীয় উগ্রবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের অপব্যবহার রোধকল্পে উপজেলা প্রশাসন ‘সম্প্রীতি সমাবেশ’ করেছেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রফেসর আলীম মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, ইউসিসিএ লি. চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, অধ্যাপক বাবুল আকতার, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র সরকার, সখিপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার প্রমুখ।
Leave a Reply