মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

সখিপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

 সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি;

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক টাঙ্গাইলের সখিপুরে ৯আগস্ট মঙ্গলবার আনন্দশোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০টায় প্রায় হাজার খানেক আদিবাসীদের উপস্থিতিতে আনন্দশোভাযাত্রা উপজেলা পরিষদ মাঠ থেকে উপজেলা রোড হয়ে সখিপুর বাজারের পৌর শহরের মুখতার ফোয়ারা চওরের প্রদক্ষীণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে সমাপ্তি হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে সচীন্দ্র চন্দ্র কোচের সভাপতিত্বে ও ট্রাইবাল য়েললফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র কোচের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন সখিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, কোচ আদিবাসী ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কোচ রতন রায়,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযুদ্ধা নরেশ চন্দ্র সরকার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ,এস আই নজরুল ইসলাম, পলাশ চন্দ্র ববর্মন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশেন উপজেলা শাখার প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন,পবিত্র কুমার বর্মণ,নাজমুল হুদা মাস্টার প্রমুখ। সর্ব শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme