সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরের গড়গোবিন্দপুর উদয়ন উচ্চ বিদ্যালয় নিম্নমাধ্যমিক হতে উচ্চ বিদ্যালয়ে উত্তীর্ণ হওয়ায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার(২৯ জুলাই) বিকালে উদয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ বিদ্যালয়ের সভাপতি বার বার নির্বাচিত সখিপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধীয় অতিথি টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের । এসময় আরও বক্তব্য রাখেন, সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।
অন্যদের মধ্যে এসময় সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, কাকড়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সেক্রেটারী মোঃ সাজ্জাত লতিফ, সাবেক সেক্রেটারী মোঃ এনামুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক রওশন আরা রিতা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডা. জাকিয়া ইসলাম জ্যোতি, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন
Leave a Reply