মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

সখিপুরে ২০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

মোঃ আঃ লতিফ মিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালী গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন । এর অংশ হিসেবে সকালে টাঙ্গাইলের সখিপুর উপজেলা প্রশাসন ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আশয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন। এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম । এ সময় অন্যান্যের মধ্যে সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুসলিমা খাতুন, যাদবপুর ইউপি চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার, ওয়াদুদ হোসেন, সরকার নুরে আলম মুক্তা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডাঃ জাকির ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় তাদের মধ্যে চালও বিতরণ করা হয়। এর আগে উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন ।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme