শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

সখিপুরে ফ্যাসিবাদী হাছিনার পতনে ছাত্র আন্দেলনের শহীদদের স্মরণে দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বিশেষ প্রতিনিধি;

টাঙ্গালের সখিপুরে আজ ১০ আগষ্ট (শনিবার) সকাল ১১টায় সখিপুর ঐতিহাসিক তালতলা চত্ত¡রে ফ্যাসিবাদী হাছিনা সরকারের পতনে কোাটা বিরুধী ছাত্র আন্দেলনের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। সখিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সাজুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ এড্ আহমেদ আযম খান। আরও বক্তব্য রাখেন সখিপুর উপজেলা বিএনপির  সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, আব্দুল হক আল আজাদ, মীর আবুল হাসেম আজাদ,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আকবর হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নাছির উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা,পৌর,ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কুষকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ফ্যাসিবাদী হাছিনা সরকারের সমালোচনায় বলেন- শেখ হাসিনা বিগত ১৫বছরে বিএনপি’র ১০হাজার নেতাকর্মীকে খুন,গুম করেছে, ১০লাখ নেতাকর্মীকে নিঃস্ব করেছে এবং ৩০লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে জেল-জুলুম, হুলিয়া দিয়েছে। তিনি আরও বলেন, বিগত ১০বছরে হাসিনা ১৫লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশে আর দখলদার, লুটতরাজ, চাঁদাবাজ, জগদ্দল সরকার প্রতিষ্ঠিত হবে না। নোবেল বিজয়ী,আন্তর্জাতিক ব্যক্তিত্য ড.মুহম্মদ ইউনুস এর নেতৃত্বে যে অন্তর্র্বতী সরকার গঠন করা হয়েছে তাদের মাধ্যমে অতিবিলম্ভে একটি সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সভার প্রারম্ভে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের এবং শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme