বিশেষ প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে এক লোকের লাশ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায, মৃত কোরবান আলীর ছেলে আরফান আলী (৫৫) সখিপুর উপজেলার হতেয়া উলিয়ার চালা গ্রামের ওই ব্যাক্তি গতকাল রবিবার (০৩সেপ্টম্বর) ৩ ঘটিকা হতে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি। সোমবার (০৪ সেম্পেম্বর বেলা ২ ঘটিকার দিকে আরফান আলীর বাডির পিছনে ঘাসের মধ্যে প্রতিবেশীরা তাকে মৃত অবস্থায়পড়ে থাকতে দেখতে পায়। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে সখিপুর থানা পুলিশ জানায়। থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে ।
Leave a Reply