নিজস্ব প্রতিবেদক;
টাঙ্গাইলের সখিপুরে আজ শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে। “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বক্তব্য উপস্থাপন করেন। এসময়, প্রফেসর আলীম মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সামিউল বাসির, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, পোল্ট্রি মালিক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও ডা.একরামুল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সামিউল বাসির জানান, প্রদর্শনীতে মহিষ, গরু,ছাগল, ওষুধসহ বিভিন্ন ধরনের ৫০টি স্টল রয়েছে। এখান থেকে পশু লালন পালনে গৃহ কর্মীরা আরও বেশি উৎসাহ উদ্দীপনা পাবে।
Leave a Reply