সখিপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখিপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন। ধর্ষণের সহযোগী দুই তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের বাসারচালা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া নাইস আহমেদ (২১) স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাসারচালা গ্রামের মৃত আবুল হোসেসের ছেলে ও ফরহাদ হোসেন (২২)পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আব্দুল জলিল মিয়ার ছেলে এবং গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করে। গ্রেপ্তার হওয়া দুই তরুণ মামলার প্রধান আসামি সাগর আহমেদের বন্ধু। গতকাল শুক্রবার রাতে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুই তরুণকে আটক করলেও ধর্ষণের প্রধান আসামি সাগর আহমেদ (২১) পালিয়ে যায়।
মেয়েটির বাবা জানায়, গত শুক্রবার রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে তিনজন যুবক আমার মেয়ের মুখ চেপে ধরে পাশের বনে নিয়ে প্রথমে সাগর ধর্ষণ করে। সাগরের বন্ধুরাও ধর্ষণের চেষ্টা করলে ওই সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সাগর দৌড়ে পালিয়ে যায়। ওই সময় স্থানীয়রা ওই দুই তরুণকে আটক করে। আজ শনিবার দুপুরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, ফোন পেয়ে ধষর্ণের ঘটনায় দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply