নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার নবগঠিত বড়চওনা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে- কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম।
কালিয়া ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক এমএ ছবুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান শরীফ পান্না, ডা.জাকিয়া ইসলাম, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত, খন্দকার রফিকুল ইসলাম, কফিল উদ্দিন,সজীব আহমেদ প্রমুখ।
Leave a Reply