স্টাফরিপোর্টার্স
টাঙ্গাইলের সখিপুরে নব গঠিত কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়েছে।৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো.কামাল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার, সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোতালেব হোসেন সিকদার, সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুদ্দুস শাওন প্রমুখ।
উল্লেখ্য কালিয়া ইউনিয়ন থেকে বড়চওনা ও কালিয়া ইউনিয়ন নামে দুটি ইউনিয়ন করা হয়েছে। এর আগে বড়চওনা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ করা হয়েছে।
Leave a Reply