নিজস্ব প্রতিবেদক
টাংগাইলের সখিপুর উপজেলার সাংবাদিকদের সংগঠন সখিপুর প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। বিজয় টেলিভিশনের সখিপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস কাশেমকে আহবায়ক, দৈনিক আমার দেশ পত্রিকার সখিপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার কবিরকে সদস্য সচিব এবং দৈনিক দিনকাল পত্রিকার সখিপুর উপজেলা প্রতিনিধি মাওঃ আব্দুল লতিফ মাস্টারকে যুগ্ন আহবায়ক করে বাকী সকলকে সদস্য মনোনীত করে এ আহবায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। সদস্য সচিব আনোয়ার কবির সংগঠনের পক্ষ থেকে এ কমিটির ঘোষণা দেন এবং বিশেষ বক্তব্য পেশ করেন। বক্তব্যে আনোয়ার কবির গত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী দোসর ও দালাল সাংবাদিকদের নানা অনিয়ম ও দূর্নীতি নিয়ে বিশেষ ক্রোড়পত্র পাঠ করেন। পরিশেষে বলেন, খুব শীঘ্রই সখিপুরের সকল সাংবাদিকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Leave a Reply