নিজস্ব প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১ নং কাকড়াজান ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সখিপুর উপজেলার গড়বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সখিপুর উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়ন বিএনপির আহবায়ক আমির হামজা সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার , পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাসির উদিন সাবেক কমিশনার, সাধারণ কসম্পাদক মীর আবুল হাশেম আজাদ, যুবদলের আহবায়ক বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা,ছাত্রদল সভাপতি মোঃ একাব্বরকক হোসেনসহ সখিপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এডভোকেট আহমেদ আযম খান বলেন- প্রধান উপদেষ্টা গতকালকে একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় নির্বাচন ডিসেম্বর মাসে হবে,আমি উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান জানাবো আগামী নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করুন। সুস্পষ্টভাবে তফসিল ঘোষণা করুন। মানুষের মধ্যে অস্থিরতা দূর করুন।
Leave a Reply