শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন,হয়রানিমূলক অপপ্রচার চালাচ্ছে একটি মহল। গত কয়েক দিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন খবর ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ করার পায়তারা করছে ভিভিন্ন অপশক্তি। দলের অভ্যন্তরীন কোন্দল উল্লেখ করে জেলা নেতার কাছে হেনস্তার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তযোদ্ধা,সাবেক কাকড়াজান ইউপি চেয়ারম্যান, সেই কিশোর বয়সে দেশপ্রেমের এক দুর্নিবার আকর্ষণে মৃত্যুকে আলিঙ্গণ করে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদারদের বিরুদ্ধে। বিজয়ী বেশে আজো তিনি স্বাধীনতা, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। শত চড়াই উৎরাই পেরিয়ে অদম্য সাহসীকতা আর দেশপ্রেম ধারণ করে সামনে এগিয়ে চলছেন। যেখানেই অন্যায় সেখানেই সিংসের মতো গর্জণ দিয়ে প্রতিরোধ গড়ে তুলেন তিনি, তাইতো সখিপুর বাসী তাকে সিংহ পুরুষ নামে অভিহিত করে থাকেন।

সখিপুরে কিছুদিন পূর্বে আব্দুল কাদের সিদ্দিকী সাহেব একটা অযাচিত অপপ্রচার বি.এন.পির বিরুদ্ধে করে বসেন। তখনি জননেতা শাহজাহান সাজু সেই অন্যায়ের প্রতিবাদে সখিপুর উপজেলার বি.এন.পি পরিবারকে সাথে নিয়ে সাধারণ জনতার অংশগ্রহণে তীব্রভাবে তার প্রতিবাদ করেন। তখন থেকেই একটা আওয়ামী এজেন্ট বা সে দলের এবং জনতালীগের কিছু লোক উঠে পড়ে লেগেছে বি.এন.পি এবং শাহজাহান সাজুর বিরুদ্ধে একটি ভিত্তিহীন অপপ্রচারে। শাহজাহান সাজু পূর্ব নির্ধারিত ১৮ ডিসেম্বর গলব্লাডারে সমস্যা জনিত কারণে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিৎকৎসা নিতে গেলে একটি মহল মিথ্যা খবর ছড়াচ্ছে ।

বিএনপির নেতা কর্মীদের দাবী উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে দলের শৃংখলে ঈর্ষান্বিত হয়ে প্রতিনিয়ত এমন অপপ্রচারের চেষ্টা চলছে। নেতা কর্মীরা মনে করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এড্ আহমেদ আযম খানের নির্দেশনায় আগামী দিনে সখিপুর-বাসাইলে একটি শক্তিশালী প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিবে। এমন ভ্রান্ত খবরে বিচলিত না হয়ে একতাবদ্ধ হয়ে যেকোন অপপ্রচার মোকাবিলায় সকলকে সোচ্চার থাকতে হবে।

এবিষয়ে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শাররিক অসুস্থতার কারণে ঢাকা একটি হসপিটালে ভর্তি আছি। তিনি আরও বলেন, ভীত্তিহীন খবর প্রচারকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme