বিশেষ প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কয়েকটি পুজা মণ্ডপ পরিদর্শন করেন ইউএনও এবং উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু। শনিবার (১২অক্টোবর) সন্ধ্যার পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা কামার পাড়া পুজামন্ডপ পরিদর্শন করেন। এসময় পুজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ কর্মকারের সভাপতিত্বে এবং সেক্রেটারী প্রশান্ত কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। তিনি বলেন – আমি আপনাদেরকে শারদীয়া শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডবে তিন স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত উপজেলার মণ্ডপ গুলোতে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সারা সখিপুরে মণ্ডপগুলোর শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে । সার্বক্ষণিক বিদ্যুৎতের ব্যবস্থা,সিসি ক্যামেরা স্থাপন ও অন্যান্য জরুরি সেবার ব্যবস্থা সহজতর করা হয়েছে। এ-সময় আরও বক্তব্য রাখেন, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মাজহারুল ইসলাম, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ আহমেদ,উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সাজু ,হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান রবিন প্রমুখ। এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন সখিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাকিল আনোয়ার,রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আঃ লতিফ মিয়া,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মোঃ রুহুল আমিন মুকুল,সমাজ সেবা অফিসার মোঃ মনছুর আলীসহ অন্যান্য অফিসারবৃন্দ, সখিপুর উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
Leave a Reply