বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

টাঙ্গাইলের সখিপুরে এসপির পূজা মণ্ডপ পরিদর্শন

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি মণ্ডপ পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার শফিকুল ইসলাম সানতু জানালেন, পূজা উদযাপনে কোন শঙ্কা নেই। বৃহস্পতিবার (১০অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার উপজেলার প্রধান মন্দির সন্ধ্যায় পরিদর্শন সময় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় জানায়,টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলায় পূজার আনুষ্ঠানিকতাকে তিনভাগে ভাগ করে তিন স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সারা টাঙ্গাইলের এখন পর্যন্ত উপজেলা ভিত্তিক মণ্ডপ গুলোতে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। মণ্ডপগুলোর শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে । তিনি আরও জানান,দশমীর শেষ আনুষ্ঠানিকতা পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে। পূজার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য প্রত্যেক মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে মতবিনিময় সভায় নির্দেশ দেওয়া হয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎতের ব্যবস্থা,সিসি ক্যামেরা স্থাপন ও অন্যান্য জরুরি সেবার ব্যবস্থা সহজতর করা।সখিপুরের পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন শফিকুল ইসলাম সানতু।

এ-সময় আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশের উর্ধতন অফিসার, স্থানীয় সখিপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসাইন ,সেকেন্ড অফিসার মাসুদ রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme