বিশেষ প্রতিনিধি;
টাংগাইল সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা জেআই দাখিল মাদরাসার প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সার্কুলার অনুসারে আবেদন করা এক প্রার্থী। ঐ প্রার্থী সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়। তিনি জানায় গতবছরের ১৩সেপ্টেম্বর ঐ মাদ্রাসায় সহসুপার পদ খালি থাকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রার্থীর দাবি নিয়ম মেনেই আবেদন ও পরীক্ষায় অংশ গ্রহণ করি। নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা না করে প্রতিষ্ঠান প্রধান ও তৎকালীন সময়ের সভাপতির পরামর্শে নিয়োগ বোর্ডের প্রতিনিধি নজরুল ইসলাম দীর্ঘ সময় পর ফলাফল স্থগিত করে চলে যান। মাদ্রাসায় নিয়োগ সংক্রান্ত জটিলতা হলে সাবেক এমপি অনুপম শাজাহান জয় স্থানীয় লোকজনের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঐ প্রতিষ্ঠান প্রধান তা না করে দীর্ঘ ৯মাস পর নিয়োগ পরীক্ষায় আবেদন করা একজনকে সহসুপার পদে নিয়োগ দিয়ে চলমান বছরে হসেপ্টেম্বরে মাসে বেসরকারি বিধি অনুসারে বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করেছে। শুক্রবার বিকেলে টানা বৃষ্টি উপেক্ষা করে এলাকাবাসীর সহায়তায় অবৈধ নিয়োগ বাতিল ও অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করে সহস্রাধিক মানুষ। অভিযুক্ত শিক্ষককের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনে বারবার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। এবিষয়ে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply