বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

টাঙ্গাইল সখিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

টাংগাইলের সখিপুর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অনাড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার( ২৬আগষ্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, ৫২৫০ বছর পূর্বে দ্বাপর ও কলিযুগের সন্ধিকালে মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণ দুরাচারী আসুরিক শক্তিকে বিনাশ আর সজ্জন-ধর্মাত্মাদের রক্ষা করার জন্য চিন্ময় গোলকধাম থেকে ধরাধামে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিনী নক্ষত্রে অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকির অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনটি ভাবগাম্ভীর্যভাবে যথাযথ মর্যাদায় এ জন্মাষ্টমী উৎসব নানাভাবে উদযাপন করে। মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রা বের করে । সখিপুর উপজেলার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃঞ্চের জন্মষ্টমী পালিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে দুপুর ১২টায় একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মালম্বী তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ বিভিন্ন সাজে ঢাক-ডোলসহ অংশ নিয়ে দেবকীর গর্ভে জন্মে নেয়া ভগবান শ্রী কৃঞ্চকে স্বাগতম জানায়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার পূজা মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার,মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীত কুমার শীল, সাবেক সভাপতি অধ্যক্ষ মানিক, ধীরেন কুমার সরকার, নিরাঞ্জন সরকার, পরীক্ষিত সরকার সহ মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme