বিশেষ প্রতিনিধি;
হঠাৎ উত্তাল সখিপুর, হাজার হাজার ছাত্রজনতার সমাবেশে সখিপুরে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের হামলায়, সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ । শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী মুখতার ফোয়ারা চত্বরে জমায়েত হয়ে স্লোগান দেওয়ার সময় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে। সেখানে হাজার হাজার ছাত্রজনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নেয়। এ সময় সংঘর্ষ বাঁধলে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় শহরে পরিস্থিতি স্বাভাবিক করতে সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান উপজেলার কাছে আদর্শ শিশু কানন স্কুলের সামনে জমায়েত আন্দোলনকারীদের কথা বলে বুঝিয়ে যার যার বাড়িতে ফেরত পাঠায়। উল্লেখ্য: উপজেলা গেটে সংঘর্ষ চলাকালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা রফিক (হাজী রফিক) গুরুতর জখম হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।
Leave a Reply