রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

সখিপুরের মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কর্মচারী আঃ রাজ্জাকের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বিশেষ প্রতিনিধি;

 

সখিপুর উপজেলার মুক্তিযুদ্ধের চারণভূমি  মহান মুক্তিযোদ্ধের কাদেরিয়া বাহিনীর হেডকোয়াটার খ্যাত মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী আঃ রাজ্জাক গত ১৯ জুন মৃত্যুবরণ করায় তার বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনায় উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ১১ জুলাই (বৃহস্পতিবার) মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১০ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সভায় এ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি আলহাজ সামছুল হক এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন – বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সহ প্রধান শিক্ষক মোহাম্মদদ আলী, সহকারী শিক্ষক রুহুল আমিন, মোঃ দেলোয়ার হোসেন,সাবেক শিক্ষক মোঃ আমির হামজা শিকদার,বণিক সমিতির সভাপতি, হাজী ওসমান গনি, সাবেক সদস্য খাইরুল ইসলাম, সাবেক মেম্বার হাফিজ উদ্দিন, অভিভাবক সদস্য জাহিদুল হক লেবু ও হায়দার আলী, মোঃ আয়নাল হক রাজু, রাজ্জাকের ছোট ভাই আব্দুল আলিম মেলেটারি এবং ছেলে হাবিবুর রহমান প্রমূখ।

 

এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজ্জাকের স্ত্রী কন্যা অন্যান্য সদস্যবৃন্দ।

সকল বক্তাই অত্যন্ত ভাড়াক্রান্ত হুদয়ে কথা বলেন – আমাদের সহকর্মী রাজ্জাক গত ১৯ জুন আমাদের কাছ থেকে না ফেরার দেশে চলে যায়। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্যই এই অনুষ্ঠান। আঃ রাজ্জাক আমাদের সাথে ৩২ বছর ৫ মাস ১৮ দিন  নিরলস ভাবে কাজ করে গেছেন। আঃ রাজ্জাক ছিলেন নির্লোভী, নিরহংকারী,সদালাপী ও মিশুক প্রকৃতির লোক। তিনি যে কোন মানুষকে খুব অল্প সময়ের মধ্যে আপন করে ফেলতে পারতেন। তার কর্মে ও আচরণে তিনি মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি আমাদের মাঝে সুখে দুঃখে ছিলেন সব সময়। তিনি তার সততা ও ত্যাগের মহিমায় চীর অমর হয়ে থাকবেন চিরদিন। সবশেষে রাজ্জাক এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme