বিশেষ প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে রাতের আঁধারে একটি গভীর নলকূপের ৪টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজারের পূর্ব পাশে অবস্থিত পল্লী বিদ্যুৎচালিত গভীর নলকূপের ওই ট্রান্সফরমারগুলো চুরি করে দুর্বৃত্তরা।
গভীর নলকূপের ম্যানেজার আবু আশরাফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নলকূপের ৪টি ট্রান্সফরমার চুরি হয়। নলকূপটি বিএডিসি থেকে নবায়ন করা। ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত আহব্বান যেন খুব দ্রুত এখানে ট্রান্সফরমার এর ব্যবস্থা করা হয়।
এ ব্যাপারে সখিপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply