সখিপুরে ৩ দফা দাবিতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন কর্মসূচি
বিশেষ প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশনের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সখিপুর মোখতার ফোয়ারা চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সখিপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পূজা উদযাপন কমিটির সখিপুর উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ কর্মকার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র সরকার, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মানিক লাল ভৌমিক, বিকে চৌধুরী, বিপ্লব, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আশীষ কুমার বর্মন,পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুকান্ত ভৌমিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম সূত্রধর, সখিপুর কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত শীল সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা দ্রুততম সময়ে ধর্মীয় সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড এবং হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবি জানান।
Leave a Reply