নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে পানিতে ডুবে সাদিকুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বানিয়ারসিট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাদিকুল পোল্ট্রিফার্মের শ্রমিক জসিম উদ্দিনের ছেলে। তার গ্রামের বাড়ি ভালুকা উপজেলার মাঝির ঘাট গ্রামে।
স্থানীয়রা জানায়, পোল্ট্রি ফার্ম ঘেঁষা পুকুর পাড়ে একা একাই খেলা করছিল সাদিকুল। ওর বাবা মা ওই পোল্ট্রিফার্মের ভেতর কাজ করতে ছিল। কাজের ফাঁকে ছেলেকে না দেখে ডাকাডাকি ও চিৎকার করে ওর মা। পরে পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। বানিয়ারসিট এলাকার সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের পোল্ট্রিফার্মে কাজ করে সাদিকুলের বাবা।
সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ বিষয়ে সখিপুর থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply