বার্তা সম্পাদক
টাঙ্গাইলের সখিপুরে গত ১৭জুলাই নবগঠিত বড়চওনা ইউপি নির্বাচনে ৩ কেন্দ্রের ভোট পূণ:গণনার দাবিতে বড়চওনা বাজারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুুিষ্ঠত হয়। ২৬ জুলাই(বুধবার) সকাল ১১টায় বড়চওনা বাজারে এ বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুুিষ্ঠত হয়েছে। প্রতবিাদ সভায় বক্তব্য রাখেন মোঃ লাল মিয়া, মোঃ নজরুল ইসলাম এবং ওই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারশ) যাকে ফেল দেখানো হয়েছে মাত্র ৭০ ভোটে সেই সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ হালিম সরকার (লাল) চেয়ারম্যান । বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ হালিম সরকার (লাল) তার বক্তব্যে বলেন- একজন আওয়ামীলীগের নেতা বিআরডিবির চেয়ারম্যান কুতুবপুরের তিনি ঐ কুতুবপুর শাপলাপাড়া কেন্দ্রে নিয়োগ দিয়েছেন তার অনুগত বিআরডিবি কর্মকর্তাকে। সারা দিন ভোট ঠিকমতই হয়েছে কিন্তু রেজাল্টে গিয়ে তারা মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট না গুনেই আমারে এজেন্টদের আটকে রেখে রেজাল্টে পরিবর্তন করে আমাকে ফেল করানো হয়েছে। আবার সকল কেন্দ্রে ভোট গণনা হয়েছে বেলা থাকতেই কিন্তু শাপলা পাড়া কেন্দ্রে রাত ৯.৩০ মিনিটে ফলাফল ঘোষনা করেন। তাও ফলাফল ঘোষনা করেন-সাবেক জেলা পরিষদ সদস্য সখিপুর আ:লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বাদল। সকল বক্তাদের দাবী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম সরকার (লাল)কে আ,লীগ ও প্রশাসন যৌথভাবে ষড়যন্ত্রকরে ফেল করানো হয়েছে। তাই ৩ কেন্দ্রে ভোট পূণ:গণনার জন্য এলাকাবাসীর জোড় দাবী।
Leave a Reply